রাজাধানীতে জেএমবি সদস্য সন্দেহে ২ দম্পতি আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নতুন ধারা জেএমবি সন্দেহে দুই দম্পতিকে আটক করেছে র্যাব ২। গতকাল মঙ্গলাবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি বলেন, আটক দুই দম্পতি বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি। আজ বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে জানান মিজানুর রহমান।