রাজাপুরে বাসে পেট্রোলবোমা হামলায় আহত ৭, গ্রেফতার ৯
রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি:
বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর নামক স্থানে শুক্রবার রাত ৮টায় ঢাকাগামী যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করলে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়। এতে গাড়িরচালক যাত্রীদের রক্ষা করতে গেলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ৭ জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে কারো নাম জানা যায় নি। গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং একটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করে। পরে ঘটনার সাথে জড়িত সন্দেহে রাজাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তাজ উদ্দীনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্যরা হলো-রাজাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হেমায়েত উদ্দীনের স্ত্রী মরিয়ম বেগম (৩৭), মো. বশির(২৩), মো. ফাতেহ আলী (২৫), ইলিয়াছ তালুকদার (৪০), ইমাম (৩৫), মনিরুজ্জামান (২২), শাহজালাল (৩৫) ও কবির হোসেন (৩৫)। এ ঘটনার পর পরই থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা বোমা হামলার সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।