Connecting You with the Truth

রাজিবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্র নিহত, আহত ১

biddutরৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজিবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে জোবায়েদ হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় নিহতের চাচা আব্দুল বারী (৩৫) গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের শীবেরডাঙ্গী নামক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোঁকের ছাঁয়া। রাজিবপুর সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান কামরুল আলম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রাজিবপুর সদর ইউনিয়নের শীবেরডাঙ্গী গ্রামের মোজাম্মেল হকের স্কুল পড়ুয়া ছেলে জোবায়েদ হোসেন ও একই গ্রামের দয়াল শেখের পুত্র আব্দুল বারী চাচা ভাতিজা মিলে কাঁচা বাঁশ দিয়ে বাড়ীতে টেলিভিশিনের এন্টিনার সংযোগ দেওয়ার চেষ্টা করে। এ সময় এন্টিনার বাঁশটি হঠাৎ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হন। পরে স্থানীয়রা উভয়কে রাজিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন জোবায়েদ হোসেনকে মৃত ঘোষনা করেন এবং আহত আব্দুল বারীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Comments