রাজৈরের হাট বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব।
মোঃ ইব্রাহীম, রাজৈর প্রতিনিধি
রাজৈর উপজেলার বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ী এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী এসব নিষিদ্ধ পলিথিন আমদানি করছে। পলিথিন পরিবেশ ও মানবদেহের জন্য অত্যান্ত ক্ষতিকর বিবেচনা করে ২০০২ সালের মার্চে চারদলীয় জোট সরকারের আমলে সব ধরনের শপিং পলিথিন উৎপাদন আমদানী, বাজার জাত, বিক্রি, প্রদর্শণ, মজুত, বিতরণ, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। এর পর থেকে প্রকাশ্যে পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার কমে গেলেও বর্তমানে কিছু অসাধূ ব্যবসায়ী আমদানী শুরু করে। পলিথিন বিক্রি ও ব্যবহার আইনত নিষিদ্ধ থাকা সত্বেও পলি প্রপাইল, পলিইথাইল, এইচ ডিপি নামে বিষাক্ত পলিথিন ব্যাগ উপজেলা সদর সহ টেকেরহাট বন্দর কবিরাজপুর, শংকরদী, কদমবাড়ি, উল্লাবাড়ি, হোসেরপুর, আমগ্রাম, নুন্দি মুদি দোকান, কাঁচা মালের দোকান, হোটেল রেস্তোরা, মাছের দোকানে প্রকাশ্যে বিক্রি ও ব্যবহার হচ্ছে।