রাজৈরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ॥
মোঃ ইব্রাহীম রাজৈর( মাদারীপুর ) প্রতিনিধি।
“দুর্যোগের প্রস্তুতি সারাক্ষন আনবে টেকসই উন্নয়ন” এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার বিভিন্ন অনুষ্ঠামালার মধ্য দিয়ে রাজৈরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয় । রাজৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর উদ্যোগে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে অগ্নিকান্ড ও ভুমিকম্পের বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয় । রাজৈর ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এমহড়ার আয়োজন করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, বিশেষ অতিথি হিসাবে পৌর মেয়র শামীম মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তি দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দস , মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । শেষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়