Connecting You with the Truth

রাজৈর পৌরসভা বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

রাজৈর (মাদারীপুর) সাংবাদদাতা bdp_rajshahi_uni_students_protest_
নকগটিত রাজৈর পৌরসভা বাতিলের দাবীতে গতকাল রবিবার পাঁচটায় ১,২ও ৩ নং ওয়ার্ডেও জনগন টেকেরহাট বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জানা যায়, অতিরিক্ত ভ্যাট ট্যাক্র ধার্য করার কারনে সাধারন জনগন বিক্ষুব্দ হয়ে এবং বিরাট বিক্ষোভ মিছিল টেকেরহাট গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে ।এর আগে বিকাল ০৪ টায় টেকেরহাট ৩৯ নং স¦রমঙ্গল স:প্রা: বিদ্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। আবুল কালামমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ১.মুক্তি যোদ্ধা লেকত আলী শেখ ২.মোঃ সেলিম ৩.জুয়েল রানা ৩.জাহাগীর ও নীল কমল মূত্র প্রমুখ্য। বক্তারা রাজৈর পৌরসভা বাতিলের বক্তব্য দেন কর-ভ্যাট দেবনা পৌরসভা চাইনা এবং টেকেরহাট বন্দও সহ ১,২ও৩ নং ওয়ার্ডকে খালিয়া ইউনিয়ন ফিরিয়ে দেয়ার আহবান যানান ।

Comments
Loading...