রাণীনগরে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ বিঘা জমির খড় ভস্মীভূত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ বিঘা জমির খড় পুরে ভস্মীভূত হয়েছে। এতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার দুপুর আড়াইটা নাগাদ উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে গরু নিয়ে বিপাকে পরেছেন পরিবারটি।
ওই গ্রামের বানেশ্বর চন্দ্রের ছেলে বৃন্দাবন চন্দ্রের স্ত্রী পাপিয়া রাণী বলেন, সোমবার দুপুরে বাড়ির পাশে হঠাৎ করেই আগুন দেখতে পায় প্রতিবেশির লোকজন। এসময় লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে বৃন্দাবন, তার ভাই বিধান চন্দ্র ও আরো এক ভাইয়েরসহ মোট পাঁচটি খড়ের পালা ভস্মীভূত হয়ে যায়। এছাড়া সুব্রত নামে একজনের বাড়ির কিছু অংশ পুরে যায়।
পাপিয়া রাণী আরও বলেন, শুধু আমাদের নিজেরই ৭টি গরু আছে। সব খড় পুরে গেল এখন গরুকে খাওয়াবো কি। পূর্ব শত্রুতার জের ধরে হয়তো কেউ আগুন ধরে দিয়েছে বলে দাবি করেন তিনি।
রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত লিডার শামীম হোসেন বলেন, কয়েকটি পালা মিলে প্রায় ৩০ বিঘা জমির ধানের খড় ছিল। তাতে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।