রাণীশংকৈলে মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের উপশহর নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় বারের মতো মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মহা আয়োজন চলছে।
“ মাদককে না বলো, ক্রীড়া হোক মাদক নিরাময়ের অন্যতম হাতিয়ার ” শ্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, এনজিও, ইউনিয়ন পরিষদ ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় ২৯ অক্টোবর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। টুর্নামেন্টে রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, গোবিন্দগোঞ্জ, রংপুর, জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাও জেলার ১৬ টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে মাঠের গ্যালারী সহ নানাভাবে সাজানো হচ্ছে। আয়োজনকে আকর্ষনীয় করে তোলার জন্য নেকমরদ চৌরাস্তায় চতুর্মুখি তোরণ তৈরী করা হচ্ছে।
উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা ৩০১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল, পুলিশ সুপার মোঃ ফারহাত হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ মোঃ এনামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, ফুটবল পরিচালনা কমিটির সম্পাদক মোঃ নাজিমুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খেলা পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মোঃ নাহিদ হাসান সভাপতিত্ব করবেন। উদ্বোধনী খেলায় জয় স্পোর্টিং ক্লাব, রংপুর বনাম নবাবগঞ্জ লাইব্রেরিও ক্লাব অংশ গ্রহণ করবেন।
টুর্নামেন্টে যে কোন ধরণের বিশৃংখলা এড়াতে ক্রিকেট এ্যাসোসিয়েশনের খোলায়াড়রা সেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে থাকবেন। তাছাড়া গুরুত্বপুর্ন স্থানগুলোতে সি সি ক্যামেরা স্থাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।