রাণীশংকৈলে মোবাইল টেকনিশিয়ানদের বিসিপিআরটিএ কমিটি গঠন
ঠাকুরগাঁও: বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন ( BCPRTA ) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল নেকমরদ বাজারে সোমবার (৩০ আগষ্ট) বিকালে থানা শাখার কমিটি গঠন ও সদস্য গ্রহণের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় ও কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (BCPRTA) এর কেন্দ্রীয় কমিটির সদস্য জিএসএম সাগর , বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান, এছাড়াও ঠাকুরগাঁও জেলা কমিটি অন্যান্য সদস্যদ্বয় প্রমূখ ।
কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুজ্জামান বলেন, এ সংগঠনটির লক্ষ্য হলো বাংলাদেশ থেকে মোবাইল মেরামত পেশা দ্বারা সংঘটিত অপরাধ বন্ধ করতে সরকার ও আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা প্রদান।
এ পেশার সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান নিশ্চিত করা। সংগঠনটি ২০২০ সালের ১৭ই অক্টোবরে প্রতিষ্ঠা লাভ করে। ৫ দফা দাবী প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে। সংগঠনটি একটি বানিজ্য সংগঠন হিসাবে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় থেকে অনাপত্তি পেয়েছে যার রেজি: প্রক্রিয়াধীন রয়েছে ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সেল ফোন রিপেয়ার করতে এসে গ্রাহকেরা টেকনিশিয়ানদের বিভিন্ন বিষয় নিয়ে অনেক ধরনের জটিলতা সৃষ্টি করে থাকেন, এ সকল বিষয় নিরসন করার লক্ষে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেন আগামীতে এধরনের কোন জটিলতার সৃষ্টি না হয় এব হলে তার প্রতিকার নেয়া যায়।
এতে ৫ দফা দাবি ছাড়াও মোবাইল মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদান, কারিগরি শিক্ষার সনদপ্রাপ্তি এবং মোবাইল মেরামতে ব্যবহৃত সকল বক্স, ডোঙ্গল ও টুলসের অনুমতি প্রদানের দাবি করা হয়।
বক্তারা আরো বলেন বর্তমানে দেশের ৫ লাখ টেকনিশিয়ার আইনি জটিলতার কারণে ঠিকভাবে কাজ করতে পারছে না। সার্ভার বেজ আইএমইআই (IMEI) রেজিষ্ট্রার ডাটাবেজ, সঠিক নীতিমালা প্রণয়ন ও প্রধানমন্ত্রীকে দেওয়া স্বারকলিপির ৫ দফা দাবি বাস্তবায়ন হলেই কেবল এ পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধ হওয়া সম্ভব।
মতবিনিময় আলোচলা শেষে সর্বসন্মতিক্রমে রবিউল ইসলামকে সভাপতি, মিলন রানাকে সিনিয়র সভাপতি, রাজিউর রহমানকে সহ-সভাপতি এবং আওয়াল কে সাধারন সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (BCPRTA) এর রাণীশংকৈলে থানা কমিটি ঘোঘনা করা হয়।
আনোয়ার হোসেন আকাশ/বিডিপি