Connecting You with the Truth

রাতে নারায়ণগঞ্জে ট্রেনের ২ বগিতে আগুন

fire picনারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চলাচলরত একটি ট্রেনের দু’টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে থেমে থাকা অবস্থায় ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে। তবে, এ সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এসে পৌঁছায়। রাত ১১টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, এ সময়ের মধ্যে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় পেছনের দু’টি বগিতে কে বা কারা আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন ওই দুই বগিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা উপরে উঠে যায়। দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানান গোলাম মোস্তফা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহজালাল জানান, রেলস্টেশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে জিআরপি পুলিশ ও আনসার। তিনি জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আনসারের দায়িত্বে থাকা কমান্ডার সেলিম মিয়া জানান, তাদের একটি টিম চাষাঢ়া হতে কেন্দ্রীয় রেলস্টেশনে আসার আগেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
এদিকে, টেনের বগিতে আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments
Loading...