Connecting You with the Truth

রানওয়ে থেকে ছিটকে পড়লো এয়ার কানাডার প্লেন

Air_canada_400777295আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার নোভাস্কোশিয়ার হেলিফ্যাক্স বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে এয়ার কানাডার একটি যাত্রীবাহী প্লেন। দুর্ঘটনার পরপরই এয়ারবাস এ ৩২০ প্লেনটি থেকে ১৩২ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। তবে হালকা আঘাত পাওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে ২৫ যাত্রীকে। টরেন্টো থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় মধ্যরাতে (গ্রিনিচ সময় ভোর চারটায়) হেলিফ্যাক্সে অবতরণ করে এয়ার কানাডার ফ্লাইট এসি৬২৪। এ সময় একটি বিদ্যুৎ সরবরাহ খুটিতে ধাক্কা খেলে রানওয়ে থেকে ছিটকে যায় প্লেনটি। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি থেকে প্লেন ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। প্লেনটির অবতরণের সময় ওই এলাকায় ব্যাপক তুষারপাত হচ্ছিল বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.