Connecting You with the Truth

রানীশংকৈল উপজেলায় লিচুর বাম্পার ফলন

Thakurgawon zNews  (1)ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এবার বাম্পার লিচুর ফলন হয়েছে। রানীশংকৈল ছাড়াও বনগাঁও, ঘনেশ্যামপুর, কাশিপুর, ধর্মগড়, নেকমরদ, মিরডাংঙ্গী, ও ভাংবারীর এলাকাগুলোতেও প্রচুর লিচুর ফল এসেছে।
লিচুর মুকুলের মৌ মৌ ঘ্রানে ভরে উঠেছে এলাকা গুলো। এলাকার লিচু চাষিদের সাথে কথা বলে জানা গেছে যে এবারের আবহাওয়া ও মৌসুম ভালো থাকায় প্রচুর ফলন হয়েছে, তা ছাড়া লিচু চাষিরা জানান অন্য বারের তুলনায় এইবার লিচুর ফলন অনেক গুনে বেশি হয়েছে। এই রকম ফলন প্রতিবছর থাকলে লিচু চাষিরা অনেক মুনাফা লাভ করবে বলে জানান চাষিরা।
হযরত নামে এক লিচু চাষি জানান, তিনি মনে করেন উওর অঞ্চলের কৃষকের এটিই একটি অর্থনৈতিক আয়, তিনি আরো বলেন এবারে ভালো দাম পেলে অনেকে লিচু চাষে আরো আগ্রহী হবে এবং লিচু চাষ করবে। এতে যেমনি লিচু চাষ বৃদ্ধি পাবে, তেমনি সাথে সাথে বৃদ্ধি পাবে অর্থনৈতিক আয়।

Comments
Loading...