Connecting You with the Truth

রামাদির প্রধান সরকারি ভবন আইএসের দখলে

150515164547-ramadi-security-forces-large-169আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের সবচে বড় প্রদেশ আনবারের রাজধানী রামাদির প্রধান সরকারি ভবন দখল করে নিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। শহরটির পুলিশ সদর দপ্তর ও গভর্নরের কার্যালয় দখল করতে ছয়টি গাড়িবোমার বিস্ফোরণ ও মর্টারের গোলা ছোঁড়ে আইএস জঙ্গিরা। বিবিসি বলছে, ব্যাপক হামলা চালিয়ে ভবনটি দখলে নেয়ার পর অন্ততপক্ষে ৫০ জন পুলিশ কর্মকর্তাকে বন্দি করে জঙ্গিরা। কৌলশগতভাবে গুরুত্বপূর্ণ আনবার প্রদেশের নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে আইএস জঙ্গি ও ইরাকি বাহিনী মাসের পর মাস লড়াই চালিয়ে আসছিল। আইএস জঙ্গিরা রামাদিতে রাতভর লড়াই চালায়। সরকারি ভবনগুলোর চত্বরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় তারা। এসব হামলায় অন্ততপক্ষে ১০ পুলিশ কর্মকর্তা নিহত ও কয়েক ডজন পুলিশ আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবারও লড়াই অব্যাহত ছিল এবং বেলা ২টা নাগাদ ওই কমপ্লেক্সে আইএসের পতাকা উড়তে দেখা যায়। জঙ্গি এই গোষ্ঠীটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা প্রধান সরকারি ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং অজ্ঞাত সংখ্যক সরকারপন্থি যোদ্ধাকে হত্যা করেছে। তবে রামাদির অন্যান্য এলাকায় লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে। আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির বলে দাবি করা একটি অডিওবার্তা প্রকাশ হওয়ার একদিন পরই এই হামলা চালানো হল। ইরাক ইতোপূর্বে দাবি করে, মার্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় বাগদাদি গুরুতর আহত হয়েছিলেন।

Comments
Loading...