Connecting You with the Truth

রামিমের থ্যালাসিমিয়া রোগের চিকিৎসায় সাহায্যের আবেদন

মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর)RAMIM PHOTO-01

স্কুল ছাত্র হাচিবুল হাসান রামিম (১৪) জটিল রোগ থ্যালাসিমিয়ায় আক্রান্ত। মাত্র ৪ মাস বয়স থেকে প্রতি মাসে এক থেকে দুইবার রামিমকে রক্ত দিতে হচ্ছে। এর সাথে প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধ প্রয়োজন হয়। বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসা করাতে হলে প্রায় ৫০ লাখ টাকা খরচ হবে। এ চিকিৎসা অত্যন্ত ব্যয় বহুল হওয়ায় রামিমকে বাঁচিয়ে রাখতে রক্ত ও ওষুধ বাবদ প্রতিমাসে প্রায় ৩০ হাজার টাকা খরচ হচ্ছে।
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের দরিদ্র কৃষক আবুল কাশেম তার সন্তানের থ্যালাসিমিয়া রোগের ব্যয়বহুল চিকিৎসার এ ব্যয়ভার বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। দরিদ্র পিতার পক্ষে এখন চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। শিশুটির জীবন বাঁচাতে বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুতি জানিয়েছেন অসহায় পিতা আবুল কাশেম। সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ আবুল কাশেম , সঞ্চয় হিসাব নং ১১৯০২ , অগ্রণী ব্যাংক , নগরকান্দা শাখা , ফরিদপুর। ফোন-০১৭৪১-০৯৩৫০৫ অথবা ০১৭৮১-৭৯৮৮১৫।

Save

Comments
Loading...