Connecting You with the Truth

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ ৬ মাস বাড়িয়ে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত স্থায়ী করেছে ইউরোপীয় ইউনিয়ন।

সম্প্রতি ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পাশাপাশি আওতা বাড়ানো হবে কিনা এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে।

এদিকে, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোয় রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Comments