Connecting You with the Truth

রাশিয়ায় খনি ধসে ৩৬ জনের মৃত্যু

rissiaআন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আর্কটিক অঞ্চলে খনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনায় নিখোঁজ ২৬ খনি শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। সেই সঙ্গে খনিতে দ্বিতীয় বিস্ফোরণে ছয় উদ্ধারকারীও প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার আর্কটিক সার্কেলে অবস্থিত ৭৪৮ মিটার গভীর খনিতে মিথেন বিস্ফোরণে চার জন শ্রমিক মারা যাওয়ার খবর জানানো হয়েছিল। এর পরই নিখোঁজ ২৬ জনের খোঁজে শতাধিক উদ্ধারকারীকে পাঠানো হয় খনিটিতে। তবে ধ্বংসস্তূপ, ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের কারণে কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।
বিস্ফোরণের পর থেকে খনিটিতে আগুন জ্বলছে। কর্তৃপক্ষ খনিটি পানি অথবা অগ্নি নির্বাপক গ্যাস দিয়ে ভরে দেয়ার কথা বিবেচনা করছে।
দ্বিতীয় বিস্ফোরণের সময় খনিটিতে ৭৭ জন উদ্ধারকারী ছিলেন। তাদের মধ্য থেকে ৭১ জনকে জীবিত অবস্থায় বাইরে বের করে আনা হয়। এর পরই কর্তৃপক্ষ স্বীকার করে যে, খনিতে নিখোঁজদের বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই। সূত্র: এএফপি।

Comments
Loading...