Connecting You with the Truth

রায়পুরে কেন্দ্রীয় আ’লীগ নেতা হারুনুর রশীদকে গনসংবর্ধনা দেয়া হয়েছে

img_%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%b8পীরজাদা মাসুদ হোসাইন,রায়পুর: লক্ষিপুর জেলার রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আলহাজ্ব হারুনুর রশীদকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় তাঁকে গনসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহঃবার বিকাল ৩.০০ টায় রায়পুর মার্চেন্টস একাডেমী মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজান কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ -আল মামুন, রায়পুর আসনের সংসদ সদস্য মোঃ নোমান, রামগঞ্জ আসনের সংসদ সদস্য বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল, ফরিদগঞ্জ(চাঁদপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ড.শামছুল হক ভূইয়া, লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর পৌরসভা মেয়র এম এ তাহের, জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার। উক্ত সংবর্ধনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য শামছুল ইসলাম পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক হাজী ইসমাঈল খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র কাজী নাজমুল কাদের গুলজার, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. আব্দুল মান্নান মুন্সী, রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাঃ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, উপজেলা যুবলীগের আহবায়ক মঞ্জুর হোসেন সুমন। উপস্থিত ছিলেন রায়পুরে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, জেলা ও উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীগন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন রায়পুর পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাঃ সম্পাদক আলহাজ্ব কাজী জামশেদ কবীর বাক্কীবিল্লাহ।

Comments
Loading...