Connecting You with the Truth

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

রায়পুর, প্রতিনিধিঃ লক্ষ্ণীপুরের রায়পুরে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণে’র জন্মাষ্টমী পালন। এ উপলক্ষে রায়পুরে সোমবার সকল হিন্দুধর্মীয় সংগঠন সমূহের অংশগ্রহনের মধ্যদিয়ে আজ সকাল দশ ঘটিকায় এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এতে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পীরানী রায়, পল্লী বিদ্যূতের ডিজিএম সূদাশ চন্দ্র রক্ষিত সহ হিন্দুধর্মীয় সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন,এ সময় তারা দল-মত নির্বিশেষে দেশবাসীকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দু পুরাণ মতে,ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহন করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি,সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য অবতার শ্রীকৃষ্ণে’র আবির্ভাব ঘটেছিলো।তাদের আরো বিশ্বাস দুষ্টের দমন করতে এভাবেই ভগবান যুগে যুগে মানুষের মাঝে নেমে আসেন এবং সত্যও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

Comments
Loading...