রিয়ালই চ্যাম্পিয়নদের শুভযাত্রা
স্পোর্টস ডেস্ক:
জার্মান মিডফিল্ডার টনি ক্রুস মনে করেন ২০১২-১৩ চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিউনিখ থেকে কিছুটা হলেও এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে আলিয়াঞ্জ অ্যারিনা থেকে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময় সান্থিয়াগো বার্ণাব্যুতে যোগ দেন ক্রুস। এর আগে বায়ার্নের হয়ে তিনি তার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন। ক্রুস জানান, কার্লোস আনচেলত্তির অধিনে তিনি দারুন সময় পার করছেন। তবে তিনি এও জানান, পেপ গার্দিওলার সঙ্গে কোন বিরোধিতার কারণে তিনি বুন্দেসলিগা ছেড়ে লা লিগায় আসেন নি। ক্রুস বলেন, ‘আমি বিশ্বের সেরা দুটি ক্লাব নিয়ে কথা বলছি। তবে আমি মনে করি দুটি ক্লাবের মধ্যে রিয়াল একধাপ এগিয়ে আছে। আমার মনে আছে রিয়ালে আমাকে দেখতে প্রায় বিশ হাজার লোক এসেছিল। আর জার্মানিতে এটা চিন্তাও করা যায় না।’ তিনি আরো বলেন, ‘আমি বায়ার্ন ত্যাগ করার পিছনে গার্দিওলার কোন হাত ছিল না। আমরা দুজনেই ফুটবলকে বুঝতাম। এ ব্যাপারে সে আমাকে অনেক সাহায্য করতেন। আর আমি মনে করি রিয়ালে আসাটা আমার জন্য শতভাগ সফল হয়েছে এবং আমি এখানে ভালোই আছি।’