Connecting You with the Truth

রিয়ালের কোচ হতে অনীহা প্রকাশ করলেন সিমিওনে

স্পোর্টস ডেস্ক:
বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের মধ্যে শীর্ষে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের কোচ হওয়ার জন্য বিশ্বসেরা সব কোচেরই আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। তবে, এর বিপরীত পথে হাঁটলেন নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওন। সিমিওনি জানিয়েছেন, রিয়ালের কোচ হওয়ার জন্য তার কোনো আগ্রহ নেই। এমনকি লোভনীয় প্রস্তাব পেলেও তিনি লস ব্লাঙ্কসদের কোচ হবেন না। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরা কোচের দৌড়ে তৃতীয় হয়েছেন সিমিওন। তার অধীনে গত মৌসুমে দীর্ঘ আঠার বছর পর লা লিগা চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন্স লিগের রানারআপ হয়েছিল অ্যাতলেতিকো।

Comments
Loading...