Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে নিহত ২

nihoto pic 2রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো চারজন। গত কাল বেলা সাড়ে ১১টার দিকে এশিয়ান হাইওয়েতে (বাইপাস) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কবির হোসেন (২৮) ও আব্দুল করিমের ছেলে ইসমাইল হোসেন (২৪)। আহতরা হলেন- একই এলাকার ফজল উদ্দিনের ছেলে আরমান হোসেন (২২), নসিমন চালক আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (২৫), আলী আকবরের ছেলে রাজু আহাম্মেদ (২৬) ও আব্দুর রহিমের ছেলে রাকিবুল ইসলাম (১৭)। এদের মধ্যে আরিফ হোসেনের অবস্থা গুরুতর। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, সকালে গোলাকান্দাইল এলাকায় একটি ট্রাক কাঞ্চন থেকে ভুলতাগামী একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন উল্টে ঘটনাস্থলেই এর দুই যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহত হন আরো চারজন। তিনি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাক ও চালক ও হেলপারকে আটক করেছে।
এদিকে, এ দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষনের মধ্যেই সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Leave A Reply

Your email address will not be published.