Connecting You with the Truth

রেজওয়ানা চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান নিউইয়র্কে

বিনোদন ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীত সংস্থা ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের উদ্যোগে এই প্রথমবারের মতো নিউইয়র্কের মূলধারার মঞ্চে রবীন্দ্রনাথের গানের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ জুন। আর এতে একক সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ক্যারেন সেন্ডার, মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা এবং চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মধ্যে এক চুক্তি সইয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারায় বাঙালি সংস্কৃতির বিকাশ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর গৌরব অর্জন করলো। প্রায় চার মাস ধরে এই প্রক্রিয়াটি সার্থক করতে বিশেষ ভূমিকা পালন করেন লেখক ও সাহিত্যিক হাসান ফেরদৌস। রেজওয়ানা চৌধুরী বন্যাই প্রথম বাঙালি শিল্পী, যার অনুষ্ঠান ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের উদ্যোগে নিউইয়র্কের সিম্ফনি স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল আই ও নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানটি পরিবেশিত হবে। ব্রডওয়ে অ্যাভেনিউয়ে স্থাপিত এই সিম্ফনি স্পেসে সারা বছর ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়। এই মঞ্চে ভারতের অধিকাংশ বিখ্যাত শিল্পী অনুষ্ঠান করে গেছেন। তবে এই প্রথম সিম্ফনি স্পেসের মূল মঞ্চে বাংলাদেশের কোনো শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। ইতোপূর্বে, বাংলাদেশের বাউল শিল্পী সফি মন্ডল একই জায়গায় একটি বিকল্প মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউট এই অনুষ্ঠানটির শিরোনাম দিয়েছে ‘সঙস অব টেগোর।’ অনুষ্ঠনের প্রচারপত্রে শিল্পী রেজওয়ানা চৌধুরীকে ‘রবীন্দ্র সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী’ হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে সঙ্গীতে শিক্ষা লাভ করার পর গত ৩৫ বছর ধরে রেজওয়ানা চৌধুরী রবীন্দ্রনাথের সঙ্গীত ও তাঁর বাণী প্রচারে আÍ-সমর্পিত। সম্প্রতি, এই শিল্পী ‘শ্র“তি গীতবিতান’ নামে রবীন্দ্রনাথের দুই হাজার দুইশ ২২টি গানের রেকর্ড মোট ২২টি ডিভিডিতে ধারণ সম্পন্ন করেছেন।

Comments
Loading...