রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রীর স্বর্ণপদক
২০১৭ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক জন্য মনোনীত ছাত্র-ছাত্রীদের তালিকা গত ৫ জুন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই তালিকায় মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ১৫৯ জন শিক্ষার্থী স্থান পেয়েছে। এই পুরস্কারের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর থেকে মনোনীত হয়েছেন ৬ জন শিক্ষার্থী।
মনোনীত শিক্ষার্থীরা হলেন, ১. মোছাঃ জান্নাতি আক্তার, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, কলা অনুষদ, ২. ফারহানা রহমান শ্রাবনী, উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ৩. মোঃ মাহাবুব আলম মুন, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, ৪. মোছাঃ রুবাইয়া নুসরাত জাহান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ ৫. জসিম উদ্দিন, রসায়ন, বিজ্ঞান অনুষদ এবং ৬. তানজিন মেহনাজ, একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, বিজনেস স্টাডিজ অনুষদ।
উল্লেখ্য, প্রতিবছর প্রকাশিত ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির ভিত্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়।