Connecting You with the Truth

রোনালদো ছাড়িয়ে যাবে মেসিকে

স্পোর্টস ডেস্ক:s-10
পরপর দু’বার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ব্যালন ডি’অর’ জেতার কারণে চলতি মৌসুমে দারুণ অবস্থায় রয়েছেন রিয়ালের পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক গ্রেটদের আলোচনাতেও রয়েছেন সিআরসেভেন। তারই প্রমাণ সাবেক ফরাসি মহাতারকা জিনেদিন জিদান জানিয়েছেন, ব্যালন ডি’অরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকেও ছাড়িয়ে যাবেন রোনালদো। জিদান সোমবার এক ফুটবল ওয়েবসাইটকে বলেন, ‘রোনালদো আরও অনেক ব্যালন ডি’অর জিতবেন।’ তিনি আরো বলেন, ‘রোনালদো এখন যে খেলাটা খেলছেন, তাতে ওকে একেবারে অন্য গ্রহের ফুটবলার মনে হচ্ছে। এমন চলতে থাকলে ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে মেসিকে খুব সহজেই টপকে যাবেন ক্রিশ্চিয়ানো।’ প্রসঙ্গত, এ বছরে ব্যালন ডি’অরের দৌড়ে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের ও বার্সালোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ভোটের মাধ্যমে পরাজিত করে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতে নিয়েছেন রোনালদো।

Comments
Loading...