রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মিয়ানমারে যে রোহিঙ্গা সমস্য হয়েছে আমাদের সরকার এর প্রতিবাদ করছ। দরকার পড়লে জাতিসংঘে যাব কিন্তু সমস্যার নামে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের অবস্থান।
বুধবার সন্ধ্যায় শেরপুর নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেল উদ্বোধন কলে তিনি একথা বলেন।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন কমিশন সংক্রান্ত প্রস্তাবের ব্যাপারে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ পোড়ানোর কারিগরদের কাছে গণতন্ত্র শক্তিশালী করার কোন ওয়াজ আমরা শুনতে চাইনা। আমরা গণতান্ত্রিক শক্তির কাছ থেকে গণতন্ত্র নিয়ে আলোচনা করতে রাজি আছি।
এ সময় মন্ত্রীর সঙ্গে শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা জাসদ সভাপতি লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।