Connecting You with the Truth

রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর শাখার উদ্যোগে মিয়ানমারে মুসলিমদের খুন, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩টায় সুবর্ণচর উপজেলা প্রাণকেন্দ্র হারিছ চৌধুরী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্র্ণচর (পশ্চিম) থানা শাখার সভাপতি মাওঃ খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন সুবর্র্ণচর (পশ্চিম) থানা শাখার সভাপতি মাওঃ মোঃ ইসমাইল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, মাওঃ মোঃ ইসমাইল এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃআশরাফ আলী দিদার, ছদর বাংলাদেশ মোজাহিদ কমিটির সুবর্ণচর উপজেলা, এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মোঃ নাসরুল্লাহ, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর (পশ্চিম) থানা শাখা, মোঃ নুরুল আমিন, সভাপতি ১নং চরজব্বর ইউনিয়ন, ক্বারী মোঃ আবুল বাশার, সভাপতি, ৬নং চর আমান উল্লাহ ইউনিয়ন, মাওঃ মোঃ নুরুল ইসলাম, সভাপতি, সুবর্ণচর ৫নং চর জুবিলী ইউনিয়ন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো অংশগ্রহন করেন সুবর্ণচর উপজেলার আলেম সমাজ ও এলাকাবাসী। বক্তারা নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার আহবান জানান এবং মিয়ানমারে লোমহর্ষক নির্যাতন বন্ধের জন্য জাতিসংঘকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান।

Comments
Loading...