Connecting You with the Truth

রোহিঙ্গা নির্যাতন ও মামলা প্রসঙ্গে বাংলাদেশের মত জানতে চেয়ে আইসিসির চিঠি

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মামলা চালানোর অধিকার নিয়ে বাংলাদেশের মতামত জানতে চেয়ে সরকারের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। দ্য হেগভিত্তিক আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি সরকারের কাছে পাঠিয়েছে। চিঠিতে আগামী ১১ জুনের মধ্যে প্রকাশ্যে বা গোপনীয়ভাবে মতামত জানানোর অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেছে, মতামত জানানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। চিঠিতে আইসিসি তিনটি বিষয়ে মতামত চেয়েছে। প্রথমত-মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার পর রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, দ্বিতীয়ত-রোহিঙ্গা সংকট নিয়ে শুনানি করতে আইসিসি’র কোনো অধিকার আছে কিনা এবং তৃতীয়ত-এ নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান। আদালত মনে করছে, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দেশটির মতামত জানতে চাওয়ার বিষয়টি সঠিক।

Comments
Loading...