Connecting You with the Truth

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র থাকবে বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) -এর প্রশাসক মার্ক অ্যান্ডু গ্রিন।

তিনি বলেন, সামাজিক বৈষম্য দূর করতে আমি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ দেশটিতে এটিই এখন প্রধান সমস্যা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে আমেরিকান ক্লাবে রোহিঙ্গাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

অ্যান্ড্রু গ্রিন বলেন, এ সমস্যা নিরসনে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয় মিয়ানমার সরকারের কাছে আমি সেই আহ্বান জানাব।

তিনি বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের ওপর দিয়ে বয়ে চলা ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেছি। তারা সহিংসতার শিকার হয়েছেন। তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে।

এর আগে ১৪ মে মার্ক অ্যান্ড্রু গ্রিন বাংলাদেশে আসেন। ১৫ মে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। আজ বৃহস্পতিবার তিনি মিয়ানমারের উদ্দেশে রওনা দেবেন।

Comments
Loading...