রৌমারীতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের শুভ উদ্ধোধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর শুভ উদ্ধোধন করা হয়েছে। সোমবার দুপুরে নব নির্মিত কার্যালয়টি উদ্ধোধন করেন জাতীয় পাটি (জেবি)’র নেতা ও স্থানীয় সংসদ সদস্য মো: রুহুল আমিন ও উপজেলা চেয়ারম্যান মো: মজিবুর রহমান বঙ্গবাসী।
উদ্ধোধন শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার মো: হালিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ রুহুল আমিন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী,উপজেলা নির্বাহী অফিসার মো: ফাউজুল কবীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান মকুল, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান সদস্য শহিদুল ইসলাম শালু,সিএসডিকে এনজিও পরিচালক আবু হানিফ মাস্টার, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমূখ। পড়ে বিকাল ৩টার সময় নব নির্মিত কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।