Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে বন্যার্তদের মাঝে ব্র্যাকের ত্রাণ বিতরণ

 

শনিবার ফলুয়ারচর গ্রামে ত্রাণ বিতরণেরকালে তোলা।
শনিবার ফলুয়ারচর গ্রামে ত্রাণ বিতরণ কালে তোলা।

শাহাদাত হোসেন, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্যা কবলিত এলাকা ফলুয়ারচর, বাগুয়ারচর ও খেদাইমারী গ্রামের বানবাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ব্র্যাক। শনিবার সারা দিন ব্যাপি নৌকা যোগে ঘরে ঘরে গিয়ে পানিবন্দি হয়ে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে এই শ্রেনীর ২৫০ দরিদ্র অসহায় পরিবারের মাঝে চিড়া, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন ও গ্যাস লাইটসহ প্রয়োজনীয় দ্রব্যাদি ২৫০টি প্যাকেট বিতরণ করেন ব্র্যাক রৌমারী শাখা। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিবিআর আবু সাইদ, এলাকা ব্যবস্থাপক ভবরঞ্জন রায়, ম্যানেজার মোখলেচুর রহমান, পিও বেলায়েত হোসেন প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.