রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জি ও ব্যাক স্থাপন প্রকল্পের উদ্ধোধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জরুরী ভাবে জি ও ব্যাক স্থাপন প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবাার দুপুর ১২টার দিকে উপজেলার বাগুয়ারচর গ্রামে ৯১লক্ষ টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জি ও ব্যাক স্থাপন প্রকল্পের শুভ উদ্ধোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়।
এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী নদী ভাঙ্গন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কাদের(যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা), সাধারণ সম্পাদক মো. আবু হানিফ মাস্টার, খেদাইমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক, শিক্ষক আবুল হোসেন, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন প্রমূখ।