লংকানদের হার কিউইদের সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক:
সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে ডুনেদিনের ইউনিভার্সিটি ওভাল ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলংকাকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল স্বাগতিক নিউজিল্যান্ড। রবিবারের এ ম্যাচে ম্যাককুলামদের ছুঁড়ে দেয়া ৩১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায় সফরকারী শ্রীলংকা। দলের পক্ষে
সর্বোচ্চ(৮১) রান করেন কুমার সাঙ্গাকারা। এছাড়া বাঁ-হাতি ওপেনার থিরিমান্নে(২৯) ও দিমুথ করুনারত্বে(২৬) রান করেন। কিউই বোলারদের পক্ষে কোরি এন্ডারসন সর্বোচ্চ ৪টি ও নাথান ম্যাকক্লেনাগান ২টি উইকেট লাভ করেন। এছাড়া ট্রেন্ট বোল্ট নেন ১টি উইকেট। লংকানদের বাকি ৩ ব্যাটসম্যান রানআউটের শিকার হন। এর আগে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ব্রেনডন ম্যাককুলাম। কেন উইলিয়ামসনের (৯৭), রস টেইলরের (৯৬) এবং কোরি এন্ডারসনের (৪০) রানের উপরে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে নিউজিল্যান্ড। এছাড়া ওপেনার মার্টিন গুপটিল (২৮) এবং গত ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রান্ট ইলিয়ট করেন অপরাজিত (২১) রান। লংকান বোলারদের পক্ষে ধাম্বিকা প্রসাদ ২টি এবং রঙ্গনা হেরাথ, থিসারা পেরেরা, তিলেকারত্বে দিলশান এরা প্রত্যেকে ১টি করে উইকেট নেন। এ ম্যাচটিতে জয়ের ফলে সাত ম্যাচের ওয়ানডের অনুষ্ঠিত ছয়টির চারটিতে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিক নিউজিল্যান্ড। বাকি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। রবিবারের এ ম্যাচে ব্যাট-বল উভয় বিভাগে অলরাউন্ডিং নৈপূণ্য দেখিয়ে সেরা খেলোয়াড়ের খেতাবটি জিতে নেন বাঁ-হাতি কিউই মিডলওর্ডার কোরি এন্ডারসন। সিরিজের সপ্তম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি ওয়েলিংটনে।