Connecting You with the Truth

লক্ষীপুরে জেলা পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক অতিরিক্ত সচিব শামছুল ইসলাম (আনারস) জয়ী হয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামছুল ইসলাম ৫৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ১৯৭ ভোট। আজ বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে ভোট গণনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচনী কর্মকর্তা সোহেল সামাদ।
এছাড়াও ১৫টি ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা হলেন ১নম্বর ওয়ার্ডে জাফর উল্লাহ ভূঁইয়া (তালা), ২ নম্বর ওয়ার্ডে সৈকত মাহমুদ (অটোরিক্সা), ৩নম্বর ওয়ার্ডে মো. তাফাজ্জল হোসেন(বৈদ্যুতিক পাখা), ৪ নম্বর ওয়ার্ডে মো. মঞ্জুর হোসেন (টিউবওয়েল), ৫নম্বর ওয়ার্ডে এবিএম ইয়াহিমা বিন জাকারিয়া (টিউবওয়েল) , ৬নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেন (টিউবওয়েল) ৭নম্বর ওয়ার্ডে বদরুল আলম শ্যামল (তালা), ৮নম্বর ওয়ার্ডে বেলায়েত হোসেন (বৈদ্যুতিকপাখা), ৯নম্বর ওয়ার্ডে মো. মাহবুবুল হক(ঢোল), ১০নম্বর ওয়ার্ড আফজাল হোসেন হাওলাদার (বৈদ্যুতিকপাখা), ১১নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন(তালা), ১২নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন(তালা), ১৩নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন (বৈদ্যুতিকপাখা), ১৪নম্বর ওয়ার্ডে মো. আমজাদ হোসেন(তালা), ১৫নম্বর ওয়ার্ডে মুজাহিদুল ইসলাম (হাতি)।
সংরক্ষিত সদস্য ১নম্বর ওয়ার্ডে সামশেদ আক্তার, ২নম্বর ওয়ার্ডে তাহমিনা আক্তার, ৩নম্বর ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন লিকা, ৪নম্বর ওয়ার্ডে পারভিন আক্তার সালমা, ৫নম্বর ওয়ার্ডে রোফেনা আক্তার ।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বি করেন।
তবে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার প্রতিক) দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

Comments
Loading...