লক্ষীপুরে যুব কাবাডি প্রতিযোগীতা শুরু
লক্ষীপুর প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জ’র পুলিশের ডিআইজি (বিপিএম) মো. সফিকুল ইসলাম বলেন, আমরা মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিংকে না বলবো। সমাজে ভালো কাজে আমরা একজন আরেকজনের হাত ধরে এ দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবো।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে লক্ষীপুরে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় জীবনে যত ভালো কাজ আছে সে সমস্ত ভালো কাজের সাথে যুব সমাজ আমাদের পাশে থাকবে।
লক্ষীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভবানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন প্রমুখ।
প্রসঙ্গত, আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় ল²ীপুর জেলার ৫টি উপজেলা থেকে ৮টি দল অংশগ্রহন করে। লক্ষীপুর বনিক সমিতি ও রামগতি থানা কাবাডি দল উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে।