লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গির আলম বিপ্লবের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা । সোমবার দুপুরে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ বাজারের নিউ মার্কেটের সামনে এসে সমবেত হয় । এসময় কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গির আলম বিপ্লবের উপর হামলাকারীদের খোঁজে বের করে শাস্তির দাবী জানান ছাএলীগের ক্ষুদ্ধো এ নেতাকর্মীরা ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের য্গ্মু আহŸায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূইয়া, সাধারন সম্পাদক আরজু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জিকু, সাংগঠনিক সম্পাদক মাসুদ, মান্দারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ফজলুল হক মনি প্রমুখ ।