Connecting You with the Truth

লক্ষ্মীপুরে এলডি ব্রিজের “ফলক” ছিনতাই

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত পাড়া ও হাসপাতাল সড়কের এলডি ব্রিজের ফলক ছিনতাই হয়েছে। গত বৃহস্পতিবার সকল ১১টায় সংসদ সদস্য শাহজাহান কামাল এমপি কর্তৃক ব্রিজটি উদ্বোধন করার কথা থাকলেও তা সম্ভব হয় নি।
জানা যায়, ব্রিজটির উত্তর পাড়ে ডান পার্শ্বে উদ্বোধনী ফলক লাগানো হলে দুর্বৃত্তরা তা উঠিয়ে নিয়ে যায়। এ জন্য নির্ধারিত দিনে ব্রিজটি উদ্বোধন করা সম্ভব হয় নি। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল এমপি জানান, ব্রিজটি বৃহস্পতিবার উদ্বোধন করার কথা ছিল। কে বা কারা ব্রিজটির ফলক ছিনতাই করে নিয়ে যায়। এজন্য ব্রিজটি উদ্বোধন সম্ভব হয় নি।
এ ব্যপারে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রকৌশলী এল. জি.ইডি. সদর কর্মকর্তা মো. আমিনুর রসুল জানান, গত কাল সকল ৭টায় উদ্বোধনী ফলকটি লাগানো হয়। এর কিছুক্ষণ পর আমি জানতে পারি “ফলকটি” কে বা কারা উঠিয়ে নিয়ে গেছে।

Comments