Connecting You with the Truth

লক্ষ্মীপুরে এ্যানীর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

Lakshmipur (BSD) Bikkob Misil Pic 29.02.2016লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কমূসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।

‘যে কন্ঠে আছে গণতান্ত্রিক অধিকার আদায়ের দৃঢ়তা- কোন কারাগার ঠেকায় সে লৌহ মানবের তীব্রতা’ এ শ্লোগানকে সামনের রেখে একটি বিক্ষোভ মিছিল শহরের চক বাজার এলাকা থেকে বের হয়। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুন, সহ-সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবার প্রমূখ।

এ সময় বক্তারা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার করে নিঃশর্তে মুক্তি দাবী করেন তারা।

প্রসঙ্গ, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে নাশকতার ৯ মামলায় গত ২৮ জানুয়ারী আত্মসমর্পণ করার পর জামিনে আবেদন করলে। বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে প্রেরণ করেন।

Comments
Loading...