লক্ষ্মীপুরে আন্তর্জাতিক গণমাধ্যম মুক্ত দিবসে র্যালি ও আলোচনা
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: তথ্যের অবাধ স্বাধীনতা ও টেকসই উন্নয়ন এমন প্রতিপাদ্য নিয়ে আজ ৩ মে (মঙ্গলবার) আন্তর্জাতিক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সহযোগীতায় ও সাংবাদিক কল্যাণ তহবিল লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মালেক, সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, বেসরকারী এনজিও জেমসের নির্বাহী পরিচালক মো: আসাদুজ্জামান চৌধুরী, সিডবিøউডিএ নির্বাহী পরিচালক পারভিন হালিম। এসময় বক্তারা বলেন, তথ্যের অবাধ স্বাধীনতা প্রয়োজন। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।
৮ম ওয়েজ বোর্ড এখন সময়ের দাবি এ ব্যাপারে সাংবাদিকরা আরও স্বোচ্চার হতে হবে। ন্যায় নীতির মধ্যে স্বাধীনতা দরকার। এমন স্বাধীনতা উচিত নয় যা অন্যের স্বাধীনতা হরণ করতে পারে। সমাজের অন্যায় অবিচার তুলতে আনতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।
গণমাধ্যম আছে বলে সমাজ টিকে আছে। সাংবাদিকরা বর্তমানে সমাজে সন্ত্রাস ও দূর্নীতিবাজ লোকদের সাথে লড়াই করে বেঁচে আছে। বক্তারা সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হওয়ার আহবান জানান।