লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে সবকিছু লন্ডভন্ড (দেখুন ভিডিওতে..)
রুবেল হোসনে, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হঠাৎ ঘূণিঝড়ের আঘাতে শত শত ঘর-বাড়ি ও গাছ-পালা ১ মিনিটের মাথায় লন্ডভন্ড করে দিয়েছে। শনিবার দুপুর পোনে ৪ টায় হঠাৎ এ ঘুর্ণিঝড় সৃষ্টি হয় এতে ওই এলাকার অন্তত ২০০টি গাছ বাতাসের সাথে উড়তে দেখে স্থানীয়রা। এদিকে ঘুর্ণিঝড়ে অর্ধশতাধীক ঘর ও দোকানপাট বিধ্বস্ত হতে দেখা গেছে। এতে প্রায় ২০জন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, বিকেলে হঠাৎ করে পেছানো কালো ধোঁয়ার মতো কি যেনো খোয়াশা দিঘির পাড় থেকে কয়েকটি গাছ ভেঙ্গে উপড়ে উঠেছে। এতে ওই এলাকার অন্তত ২০০টি গাছ বিধস্ত এবং অর্ধশতাধীক ঘর, দোকানপাট ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ ঘূর্ণিঝড়ের ঘটনায় জনমনে কৌতুহলের সৃষ্টি হয়।
আরও খবর: লক্ষ্মীপুরে এক মিনিটের ঘূর্ণিঝড়ের আঘাতে গাছ-পালা ও ঘর-বাড়ি লন্ডভন্ড