লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মী আটক
রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার চন্দ্রগগঞ্জ থানাধীন মান্দারী বাজার জামায়াতের কার্যালয় থেকে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত আবুল ফারহার ছেলে থানা জামায়াতের আমির নাজমুল ইসলাম (৪০), পশ্চিম বটতলী গ্রামের মৃত মমিন উল্যাহর ছেলে আব্দুুল হাকিম (৫০), পূর্ব আলাদাদপুর গ্রামের মৃত কাজী গোলাম রহমানের ছেলে কাজী হুমায়ুন কবির (৬৭), মান্দারী গ্রামের রফিক উল্যাহ খানের ছেলে কবির আহম্মদ খান (৫০), পশ্চিম বটতলী গ্রামের মৃত অজি উল্যার ছেলে মোঃ মোস্তফা (৪৫), বড়ালিয়া গ্রামের এমদাদ উল্যার ছেলে হেদায়েত উল্যাহ (৫৯), দূর্গাপুর গ্রামের মৃত মমিন উল্যাহর ছেলে মাওলানা ইসমাইল (৫৫), নোয়াখালী সদরের ব্রহ্মপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে হেলালুর রহমান (৪০), পশ্চিম চৌপল্লী গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে আব্দুল হাই (৫১), চরশাহী গ্রামের আলী হোসেনের ছেলে মাছুম বিল্লাহ (৩০), পূর্ব সহিদপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোঃ সাইফুদ্দিন (৪৫), পূর্ব রাজাপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃ বাহার উদ্দিন (৩৮) ও চাঁদপুরের লক্ষ্মীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবু তাহের মিয়া (৩৩)। আটককৃত সবাই জামায়াত-শিবিরের বিভিন্ন পদের নেতাকর্মী বলে জানা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযোন চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে দুপুরে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া।
পুলিশ জানায়, নতুন করে নাশকতার সৃষ্টি করতে সকালে মান্দারী বাজারস্থ জামায়াতের কার্যালয়ের ভেতরে নেতাকর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই কার্যালয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির নাজমুল ইসলামসহ ১৩ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে। ওই নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ নাসিম মিয়া বলেন, আবার নতুন করে নাশকতার সৃষ্টি করতে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের এসব নেতাকর্মীদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বের নাশকতার মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।