Connecting You with the Truth

লক্ষ্মীপুরে জেলা যুবদল নেতার যুবলীগে যোগদান

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যুবদল নেতা আলউদ্দিন সবুজ যুবলীগে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় কমলনগর উপজেলা যুবলীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যুবদল ছেড়ে তিনি যুবলীগে যোগদান করেন। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ জামাল রিপন ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক।
উপজেলা যুবলীগ সভাপতি ফজলুল হক সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও পাটারীরহাট ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল, আওয়ামী লীগ নেতা মনিরুল হক মিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আবদুল বাছেত ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশারেফ হোসেন রাসেল প্রমুখ।
যুবদল ছেড়ে যুবলীগের যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় ফজলুল হক সবুজ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার সফলতায় আকৃষ্ট হয়ে আমি যুবলীগে যোগদান করেছি। দলকে শক্তিশালী করতে আমি চেষ্টা চালিয়ে যাব।

Comments
Loading...