Connecting You with the Truth

লক্ষ্মীপুরে মার্কিন রাষ্ট্রদূতের সফর সদর হাসপাতাল পরিদর্শন

ভ্রাম্যমাণ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গত বুধবার সকালে লক্ষ্মীপুরে সফরকালে সদর হাসপাতাল পরিদর্শন করেন ও হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এরপর তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে ‘মা-মনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং’ এর আয়োজনে একটি প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। এ সময় রাষ্টদূত বলেন, বাংলাদেশ স্বাস্থ্য সেবায় অনেক এগিয়ে গেছে। এক সময় বাংলাদেশে ডায়রিয়ায় অনেক লোক মারা যেত, গর্ভবতী মায়েরা সচেতনতার অভাবে মারা যেত, নবজাতক শিশুরা জন্মের পর নানান রোগে মারা যেত কিন্তু এখন আর মারা যায় না, মাতৃ মৃত্যুর হার বাংলাদেশে অনেক কমেছে। আগে হাসপাতাল গুলো নোংরা আবর্জনায় ভরা থাকত আর এখন হাসপাতাল গুলোর পরিবেশ অনেক উন্নত হয়েছে। আমেরিকান সরকার সবসময় বাংলাদেশে স্বাস্থ্যখাতে সহযোগিতা করে থাকে, ভবিষ্যতেও সহোযোগিতা করবে। এরপর রাষ্ট্রদূত বেলা ১২টার দিকে সার্কিট হাউসে জেলা প্রশাসক এ.কে.এম টিপু সুলতান ও লক্ষ্মীপুর পুলিশ সুপার, শাহ মিজান শাফিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন । পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী গ্রেস মজীনা, ইউএসআইএসডি’র মিশন ডাইরেক্টর জেনিনা জারুজেকসকি, লক্ষ্মীপুরের সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কাজী মারুফ, সহকারী পুলিশ সুপার সৈকত শাহিন, জেলা বিএমএর সভাপতি আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর জেলা স্বাচিপের আহ্বায়ক ডা. জাকির হোসেন, মা-মনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং’ এর সিনিয়র ম্যানেজার তপন কুমার প্রমুখ।

Comments
Loading...