Connecting You with the Truth

লক্ষ্মীপুরে মা ইলিশ বাঁচাতে আলোচনা সভা

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রজনন মৌসুমে মেঘনা নদীর মা ইলিশ বাঁচাতে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা টাস্কফোর্স কমিটি এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন টাস্কফোস কমিটির সভাপতি কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেন, চর কালকিনি ইউনিয়ন পরিষেদর (ইউপি) চেয়ারম্যান সাইফ উল্লাহ, সাহেবেরহাট ইউনিয়ন পরিষেদর (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের, ফলকন ইউনিয়ন পরিষেদর (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ।
এসময় জাতীয় মৎস্য জীবি সমিতি, ক্ষুদ্র মৎস্য জীবি সমিতি, বিভিন্ন মাছঘাটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এসময় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি মেঘনা নদী পর্যন্ত ইলিশের প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সকল মাছ ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করে। এ নিষিদ্ধ সময়ে মাছ ধরা, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ অথবা বিক্রি করা যাবে না। এ আইন আমান্য করলে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২বছর জেল অথবা জরিমানা এবং উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

Comments
Loading...