Connecting You with the Truth

লক্ষ্মীপুরে শোক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Lakshmipur picশোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের র‌্যালি।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৬ পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যালিটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের ঝুমুর সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। পরে নছির আহম্মেদ ভূঁইয়া মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিক সাজ্জাদুর রহমান ও আফরোজ জাহান নিরু দম্পতির ৪ বছরের শিশু আহমেদ শেহজাদ যিয়ানের কন্ঠে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুনিয়ে সবাইকে মুগ্ধ করে। Lakshmipur Pic 2জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের র‌্যালি।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আ’লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন নয়ন, সাবেক জেলা আ’লীগ সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সাবেক চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, জেলা ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটস প্রমুখ।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, অতিরক্ত জেলা পুলিশ সুপার শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

Comments
Loading...