Connecting You with the Truth

লক্ষ্মীপুরে সস্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ র্শীষক কর্মশালা

Lakshmipur pic- (2)অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ 

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সস্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ র্শীষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নছির আহাম্মদ ভূঁইয়া মিলানায়তনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশূ ও গন শিক্ষা কার্যাক্রম প্রকল্পের অধিনে এ কর্মশালা হয়। এতে জেলার বিভিন্ন মসজিদের সাত শতাধিক ইমাম-মুয়াজ্জিম অংশ নেয়।Lakshmipur pic- (1)কর্মশালায় আগত বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিমবৃন্দ

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-(৩) সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহ্াজান কামাল (এমপি)। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক সামছুলম ইসলাম।
বক্তরা বলেন, ইসলাম মানুষ হত্যা সমর্থন করেনা। ইসলামের নামে মানুষ হত্যাকারী সন্ত্রাসী-জঙ্গিরা ইসলামের শত্রু। জঙ্গিবাদ সর্ম্পকে সমাজে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। যাতে ধর্মের দোহাই দিয়ে নিরিহ মানুষকে দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীরা ব্যবহার করতে না পারে।

Comments
Loading...