লালমনিরহাটের হাতীবান্ধা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২১মে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। উক্ত নির্বাচনে দলিল লেখক সমিতির মোট ভোটার সংখ্যা ৬১ জন। সকাল থেকে ভোটার হাতীবান্ধা সাব-রেজিষ্ট্রি অফিসে এসে তাদের ভোট প্রদান করেন। সাব-রেজিষ্ট্রার মো: সবুজ মিয়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ৬১ জন ভোটারাই ভোট প্রদান করেছেন। নির্বাচনে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল হান্নান ২৩ ভোট, সাধারণ সম্পাদক পদে আব্দুল কাইয়ুম ৪৫ ভোট, সহ-সাধারন সম্পাদক পদে জহুরুল ইসলাম হিরু ৪৩ ভোট, কোষাধ্যক্ষ পদে আব্দুল হক ২৩ ভোট, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ৩৪ ভোট ও সদস্য পদে যারা নির্বাচিত হয়েছে শফিকুল ইসলাম ৪৮ ভোট, আবুল কাশেম মো: ফজলুল হক ৪৩ ভোট, মোকাদ্দেছ আলী ৪২ ভোট, হাফিজার রহমান ৩৯ ভোট, এনামুল হক ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।