Connecting You with the Truth

লালমনিরহাটে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: 
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সম্মেলন বুধবার জেলা পরিষদ ডাক বাংলো অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মলেন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এইচ.এম বদিউজ্জামন সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর (০৩) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ আবু সালেহ মোঃ সাঈদ দুলাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, সহ-সভাপতি সিরাজুল হক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান খোকন, গোলাম সারোয়ার কবির, সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটির আব্দুল কাদের মহিউদ্দিন মাহী, মিজানুর রহমান মিজান। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল খালেক বাবুর সভাপতিত্বে বক্তব্য ও রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তুফা স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফ হোসেন বাদল প্রমূখ। সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বক্কর করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া আগুনের রাজনীতি করে নিরীহ ঘুমন্ত মানুষকে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে আর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি। তিনি আরও বলেন, মেধাবী ছাত্ররাই হবে আগামী দিনের ছাত্রলীগের নেতা। তাঁর বক্তব্যে আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে বাংলাদেশের মানুষকে কলংখিত করে। ছাত্রলীগের ইতিহাস হচ্ছে আন্দোলন আর সংগ্রামের ২৫’র ভাষা আন্দোলন, ৭১’র স্বাধীনতাযুদ্ধে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়।

Comments
Loading...