লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে চাচা ভাতিজার মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে।শনিবার সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ছকির উদ্দিনের পূত্র আব্দুল খালেক তার ভাতিজা খলিল উদ্দিনের পূত্র জাহিদুল ইসলামকে সাথে নিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বাঁশ সড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করেন।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশেরপত্রে/এডি/আর