Connecting You with the Truth

লালমনিরহাটে সাংবাদিককে গলাকেটে হত্যার চেষ্টা

sangbadik-70x70লালমিনরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের মোঘলহাট এ জনকন্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনকে জবাই করে হত্যার চেষ্ঠা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার মোঘলহাটে এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম শাহীনের পরিবার জানায়, বিকেলে পেশাগত দায়িত্ব পালন করতে মোটরবাইক নিয়ে বের হন শাহীন। সদর উপজেলার মোঘলহাটে একটি পরিবারকে একঘরে করে রাখার শালিস এ প্রতিবাদ করাকে কেন্দ্র করে স্থানীয় কতিপয় দূর্বৃত্ত পেছন থেকে এসে শাহীনের গলায় চাকু মেরে পালিয়ে যায়। এতে গলায় মারাত্মক জখম হলে তাৎক্ষনিক স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি কারায়। বিষয়টি নিয়ে জেলার কর্তব্যরত সকল সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান । শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

Comments
Loading...