লালমনিরহাট পাটগ্রামে একই রশিতে দুই বোনের আত্মহত্যা
রমজান আলী, পাটগ্রাম প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম পৌর উপজেলায় একই রশিতে ফাঁস দিয়ে দুই বোন আত্মহত্যা করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার পাইকারটারী গ্রামের রহমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। পাইকারটারী গ্রামের সফিকুল ইসলামের মেয়ে রুমনা আক্তার (১৩) ও মিন্টু মিয়ার মেয়ে নার্গিস আক্তার (১৩) । এরা দুজন মামাতো ফুফাতো বোন। পাটগ্রাম এ.পি সিনিয়র মাদ্রসার ৮ম ও ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানান, সকালে আম গাছে দু`জনের মরদে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে তারা আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। দু`জনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে।